Wq/bn/কালীপ্রসন্ন ঘোষ
কালীপ্রসন্ন ঘোষ (২৩ জুলাই ১৮৪৩ - ২৯ অক্টোবর ১৯১০) ছিলেন একজন বাঙালী সাহিত্যিক, লেখক, সাংবাদিক। ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা বিভাগের বিক্রমপুরের ভরাকর গ্রামে তাঁর জন্ম। তার পিতার নাম শিবনাথ ঘোষ।
উক্তি[edit | edit source]
- 'পারিব না' একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার, একবার না পারিলে দেখ শতবার।