Wq/bn/কনফুসিয়াস
কনফুসিয়াস (খ্রি.পূ. ৫৫১-৪৭৯) প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ।কনফুসিয়াস নামে পরবর্তীকালে পরিচিত হলেও তার আসল নাম ছিল কঙ ফু তজু। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান।
উক্তি[edit | edit source]
- সবকিছুরই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না।
- নিজের সমকক্ষ নয় এমন কাউকে বন্ধু কোরাে না।
- নীরবতা সত্যিকারের বন্ধু যা কখনই বিশ্বাসঘাতকতা করে না।
- নিপীড়ক সরকার বাঘের চেয়েও ভয়ঙ্কর।
- প্রকৃত অর্থে জীবন হলো সরল, কিন্তু আমরা একে জটিল করতে গোঁ ধরি।
- সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে নির্বোধ লোকেরা কখনো বদলায় না।
- প্রকৃত জ্ঞান হল একজনের অজ্ঞতার সীমাকে জানা।
- উৎকৃষ্ট লোক বলার পূর্বে করে থাকে, এবং এর পরবর্তী সময়ে তার কর্ম অনুযায়ী বলে থাকে।
- যখন রাগ ওঠে যায়, তখন পরিণতি নিয়ে ভাবুন।