Wq/bn/আসাদুল্লাহ আল-গালিব
ড. আসাদুল্লাহ আল-গালিব (জন্ম ১৫ই জানুয়ারী, ১৯৪৮) হচ্ছেন একজন বাংলাদেশী পুনসংস্কারধর্মী ইসলামি পন্ডিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
উক্তি[edit | edit source]
বক্তব্য থেকে[edit | edit source]
- ইসলাম কোনো সেক্যুলার মতাদর্শ নয়, না দর্শনশাস্ত্রের কোনো অধ্যায়, আর না এটি কোনো ব্যক্তি বা পাদ্রীকে অন্ধভাবে বিশ্বাস করতে বলে। এটি সরাসরি লওহে মাহফুজ থেকে আগত দ্বীন।
- ২০১০ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়াম, ঢাকা-র একটি বক্তব্য থেকে।[তথ্যসূত্র আবশ্যক]
- যদি নবী জনগণের ভোটে নির্বাচিত হতেন, তাহলে কোনো নবীই থাকতে পারতেন না।
- ২০১৩ সালে রাজশাহীতে একটি কর্মশালায়।[তথ্যসূত্র আবশ্যক]