Wq/bn/আর্চার ব্লাড
আর্চার কেন্ট ব্লাড (১৯২৩-২০০৪), বাংলাদেশে নিযুক্ত একজন আমেরিকান কূটনীতিক এবং শিক্ষায়তনিক ব্যক্তিত্ব। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনসাল জেনারেল নিযুক্ত হয়েছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম বার্তা পাঠানোর জন্য বিখ্যাত। তার সেই বিখ্যাত টেলিগ্রাম বার্তা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত।
উক্তি[edit | edit source]
- একাত্তর নিয়ে লিখতে বসে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কারণ আমার বহু বন্ধুর মুখ ভেসে উঠছে, যারা শহীদ হয়েছে।
- স্বাধীনতা যুদ্ধের সময় আর্চার ব্লাড তার অভিজ্ঞতার বর্ণনা করে লেখা দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ – মেমোয়ারস অব অ্যান অ্যামেরিকান ডিপ্লোম্যাট বইয়ের সূচনায় করা উক্তি।
আর্চার ব্লাডকে নিয়ে উক্তি[edit | edit source]
- আর্চারের সঙ্গে আমার সাক্ষাত্ ঘটেছিল ১৯৬০ সালে। বয়সে আমার চেয়ে ১১ বছরের জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তাঁর সান্নিধ্য ছিল খুবই অন্তরঙ্গ। তখন ঢাকায় বিদেশি জনসংখ্যা সাকল্যে ১০০ অতিক্রম করেছে। কাকতালীয়ভাবে ১৯৬১ সালে আমার বিয়েতে যে গুটিকয় বিদেশি পরিবার আমন্ত্রিত ছিল, ব্লাডের পরিবার তাদের অন্যতম।[1]
- ব্লাডের ঢাকার জীবনের বন্ধু মুহিত।
তথ্যসূত্র[edit | edit source]
- ↑ https://www.protichinta.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95