Wq/bn/আনাতোল ফ্রাঁস
আনাতোল ফ্রাঁস (১৬ এপ্রিল ১৮৪৪ - ১২ অক্টোবর ১৯২৪) ছিলেন একজন ফরাসি, কথাসাহিত্যিক, কবি, সাংবাদিক এবং ঔপন্যাসিক। আনাতোল ফ্রাঁসের প্রকৃত নাম আনাতোল তিবো। বিশ শতকের প্রথম দিকে আনাতোল ফ্রাঁস ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় কথাশিল্পীদের একজন। ফ্রাঁসের সাহিত্য জীবনের সূচনা সাংবাদিক ও কবি হিসেবে। তার রচনায় প্রগতিভাবাপন্ন দৃষ্টিভঙ্গিতে সময় ও সমাজ অন্বেষার পরিচয় ফুটে ওঠে। বিদ্রুপাত্মক ও সংশয়বাদী হলেও তাকে ভাবা হতো সে সময়ের আদর্শ ফরাসি পণ্ডিত। ১৯২১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
উক্তি[edit | edit source]
- হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্ৰবালবিস্তৃত এই সুন্দরী ধরণীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম।
- আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়। মনের চোখ বাড়ানো-কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞানবিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক-একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে।