Wq/bn/অতুলপ্রসাদ সেন

From Wikimedia Incubator
< Wq‎ | bnWq > bn > অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ - ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; "বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন"।

উক্তি[edit | edit source]

  • শেষে ফিরব যখন সন্ধা বেলা সাঙ্গ করে ভবের খেলা
    জননী হয়ে তখন কোল বাড়ায়ে রবে
    আমার যে শূন্য ডালা, তুমি ভরিয়ো
    আর তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।

-- তার কবরফলকে লিখিত তার কবিতা

আরও দেখুন[edit | edit source]

বহিঃসংযোগ[edit | edit source]

Wikipedia-logo-v2.svg
উইকিপিডিয়াতে এ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে:
উইকিসংকলন
উইকিসংকলনে এই লেখক রচিত অথবা লেখক সম্পর্কিত রচনা রয়েছে: