Jump to content

Wp/rkt/Goalpariya

From Wikimedia Incubator
< Wp‎ | rkt
Wp > rkt > Goalpariya

গোয়ালপাড়িয়া (Assamese: গোৱালপাৰীয়া) হৈল রাজবংশী-কামতাপুরী ভাষার আঞ্চলিক রূপ যা ভারতদেশের অসম রাইজ্যের আগের অবিভক্ত গোয়ালপাড়া জিলাত প্রচলিত। বর্তমানে ধুবড়ি, গোয়ালপাড়া, কোকরাঝাড়, চিরাং, বরপেটা, দক্ষিণ শালমারা-মানকাছাড় আর বঙ্গাইগাঁও জিলাত এই ভাষাত মানষি রাও কাড়ে।

গুয়াহাটি ইউনিভার্সিটি এ রাজবংশী-কামতাপুরী ভাষার এই রূপটাক উমার পাঠ্যক্রমত শামিল করিচে।

গোয়ালপাড়িয়া কোচ-রাজবংশী লোকগীতের গীদালি প্রতিমা বড়ুয়া পান্ডেক ভারত সরকারে "পদ্মশ্রী" পুরস্কার দিছে এই লোকগীতত অবদানের বাদে।

ব্যাকরণ

[edit | edit source]

লিঙ্গ

[edit | edit source]

শ্যাষত "ই" বা নি/নী থাকিলে স্ত্রী-লিঙ্গ বুঝাইবে। যদি বিশেষ্যর শ্যাষত স্বরবর্ণ থাকে, তাহৈলে স্বরবর্ণখানক "ই" দিয়া বদলি করা হয়।আর যদি ব্যঞ্জনবর্ণ থাকে স্যালা নি/নী শ্যাষত যোগ করি লিখা হয়। উদাহরণ যেনং-

পুংলিঙ্গ English Meaning স্ত্রী-লিঙ্গ English Meaning
চেংরা/আপা boy চেংরী/আপি girl
বেটা son বেটি daughter
ডাক্তার doctor(m) ডাক্তারনী doctor(fem)

নোট

[edit | edit source]

খ্যাও (তথ্যসূত্র)

[edit | edit source]