Jump to content

Wn/bn/২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারালো আর্জেন্টিনা

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারালো আর্জেন্টিনা

শনিবার, ২২ মার্চ ২০২৫

ম্যাচের একমাত্র গোলদাতা থিয়েগো আলমাদা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন থিয়েগো আলমাদা। ম্যাচজুড়ে ছিল হাতাহাতি ও স্লেজিং। যার পরিণতি হিসেবে ইনজুরি সময়ে রেফারির লাল কার্ডের শিকার হয়েছে আর্জেন্টিনা।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরির কারণে মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়া মাঠে নামে আর্জেন্টিনা। উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।

ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও আক্রমণের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা।

৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। ইনজুরি সময়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকো গঞ্জালেস। ফলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।

এই জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। আগামী বুধবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপ খেলা।




উৎস

[edit | edit source]