Jump to content

Wn/bn/সৌদি আরবে চালু হলো কুরআন জাদুঘর

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > সৌদি আরবে চালু হলো কুরআন জাদুঘর

বুধবার, ৫ মার্চ ২০২৫

মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় সম্প্রতি পবিত্র কুরআন জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সাঊদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

এই জাদুঘরটি মক্কা শহর ও পবিত্র স্থাপনাসমূহের জন্য গঠিত রয়্যাল কমিশনের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। এটি কুরআনকে মুসলমানদের প্রধান জীবনবিধান হিসেবে তুলে ধরার পাশাপাশি দর্শনার্থী ও স্থানীয়দের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

জাদুঘরের ভেতরে দর্শনার্থীরা কুরআনের বিরল পান্ডুলিপি, ঐতিহাসিক কপি এবং ইন্টারেক্টিভ প্রদর্শনী দেখতে পারবেন। এসব প্রদর্শনীতে কুরআন কীভাবে লেখা ও সংরক্ষিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

হেরা সাংস্কৃতিক জেলা প্রায় ৬৭,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত। মক্কার ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য জানতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জেলাটি হেরা পর্বত তথা যেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দর্শনার্থীদের ইসলামি ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেবে এমন বিভিন্ন বিষয় এখানে রাখা হয়েছে।

জাদুঘরটির অন্যতম আকর্ষণ হলো ‘ওহী প্রদর্শনী’ যেখানে ইন্টারেক্টিভ উপস্থাপনার মাধ্যমে প্রথম ওহীর ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়া, যেখানে নবী মুহাম্মাদ (সা.)-এর কাছে প্রথম ওহী নাজিল হয় সেই হেরা গুহায় উঠার সুযোগও পাবেন দর্শনার্থীরা।

জাদুঘরে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে খলিফা উসমান ইবন আফফানের সময়কার একটি কুরআনের পান্ডুলিপির ছবি এবং প্রাচীন পাথরের ওপর খোদাই করা কুরআনের আয়াতের ছবি।

পবিত্র কুরআন জাদুঘর রমজান মাসজুড়ে খোলা থাকবে।


উৎস

[edit | edit source]