Jump to content

Wn/bn/সিলেটি উইকিপিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > সিলেটি উইকিপিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটি উইকিপিডিয়ার লোগো

সিলেটি ভাষার জন্য নতুন এক মুক্ত বিশ্বকোষীয় প্রকল্প হিসেবে সিলেটি উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১৪ ফেব্রুয়ারি উইকিমিডিয়া ফাউন্ডেশন এর অনুমোদন দেয়, এবং ২৫ ফেব্রুয়ারি এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি সিলেটি ভাষা সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ, যা বাংলাদেশে সিলেট বিভাগ এবং ভারতের বরাক উপত্যকা ও হোজাই জেলায় প্রায় ১.১৮ কোটি মানুষের মাতৃভাষা। এই নতুন সংস্করণটি মূলত সিলেটি নাগরি লিপিতে লেখা হয়েছে।

সিলেটি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয় প্রায় এক দশকেরও আগে, যখন ২০১৪ সালের ১২ জুন মেটা উইকিতে সিলেটি ভাষায় একটি মুক্ত বিশ্বকোষ তৈরির প্রস্তাব জমা দেওয়া হয়। পরে উইকিমিডিয়া ইনকিউবেটরে এর পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হয়। ২০১৯ সালের ১৪ জুন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি এই ইনকিউবেটর সংস্করণটি যাচাই করে এবং এটি পূর্ণাঙ্গ উইকিপিডিয়া হিসেবে চালুর যোগ্য বলে ঘোষণা করে। সম্পাদকদের দ্বারা বহু বছরের পরিশ্রমের পর, অবশেষে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিজ চূড়ান্ত অনুমোদন দেয়।

বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সিলেটি উইকিপিডিয়ার আনুষ্ঠানিক যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে নতুন প্রকল্পের অবদানকারীদের অভিনন্দন জানানো হয়। চালুর সময় এটি ২২৪৯টি নিবন্ধ নিয়ে যাত্রা শুরু করেছে, যেখানে ৯ জন সক্রিয় অবদানকারী রয়েছেন এবং এ পর্যন্ত প্রায় ৫০ জনেরও বেশি সম্পাদক এতে অবদান রেখেছেন। সিলেটি উইকিপিডিয়ার একজন অবদানকারী আবু সাইয়িদ ঢাকা ট্রিবিউনকে দেওয়া একটি প্রতিবেদনের বলেন, "যাত্রা শুরু হয়েছিল এক দশক আগে, আর আজ আমরা আনন্দিত যে অবশেষে এটি সরাসরি উন্মুক্ত হলো।"

বহিঃসংযোগ

[edit | edit source]


উৎস

[edit | edit source]