Wn/bn/সমীক্ষার রিপোর্টে ভারতে ডলফিনের সংখ্যায় শীর্ষে উত্তরপ্রদেশ
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

গত ৩ ফেব্রুয়ারী, সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ভারতের গুজরাতের গিরে জাতীয় বন্যপ্রাণী পর্ষদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডলফিন সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেন। সমীক্ষা রিপোর্ট থেকে জানা যায়, ভারতের ২৮টি নদীতে মোট ডলফিনের সংখ্যা ৬,৩২৭টি। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নদীগুলিতে ডলফিনের সংখ্যা সবথেকে বেশি। সেখানে ডলফিন রয়েছে ২৩৯৭টি। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। সেখানে ২,২০০টি ডলফিনের সন্ধান মিলেছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানকার নদীতে ৮১৫টি ডলফিন রয়েছে।
ডলফিন একটি সামাজিক স্তন্যপায়ী জলজ প্রাণী। ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এটি শুশুক নামেও পরিচিত। এই জলজ প্রাণী একে অপরের সাথে যোগাযোগ, একসাথে সাঁতার কাটা, একে অপরকে রক্ষা করা এবং দলবদ্ধভাবে খাবারের সন্ধান করতে পারে।
'প্রজেক্ট ডলফিন'-এর অংশ হিসাবে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং পাঞ্জাব এই আটটি রাজ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু অববাহিকার ৮ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ ২৮টি নদীতে ব্যাপক ভাবে এই সমীক্ষা করা হয়।
উৎস
[edit | edit source]- নিজস্ব সংবাদদাতা। "ডলফিনের সংখ্যায় তৃতীয় পশ্চিমবঙ্গ" — আনন্দবাজার পত্রিকা অনলাইন, ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৪ মার্চ ২০২৫
- শিব শুক্লা। "Dolphin: देश में 6300 से अधिक डॉल्फिन, यूपी में सर्वाधिक 2397 तो पंजाब में तीन; जानें अन्य राज्यों का हाल" — অমর উজালা নেটওয়ার্ক, নয়াদিল্লি, ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৪ মার্চ ২০২৫। (হিন্দি)