Wn/bn/লিওনার্দো দা ভিঞ্চির আঁকা রহস্যময় সুড়ঙ্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
বুধবার, ৫ মার্চ ২০২৫


লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির রহস্যময় সুড়ঙ্গের অবশেষে হদিশ পেলেন বিজ্ঞানীরা। ইতালির মিলানে পঞ্চদশ শতাব্দীর স্ফোরজ়া দুর্গের নীচে ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে।
১৪৯৫ সালের আগে-পরে দা ভিঞ্চির আঁকা ছবি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে নানান জল্পনা ছিল। গ্রাউন্ড পেনিট্রেটিং বা ভূমি-ভেদকারী রেডারের ব্যবহার এবং লেজ়ার স্ক্যানিং পদ্ধতির প্রয়োগ করে বিজ্ঞানীরা ওই সুড়ঙ্গের সন্ধান পান বলে জানা গিয়েছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে স্ফোরজা দুর্গের ভূগর্ভস্থ কাঠামোর ডিজিটাইজ় করার কাজ চলে। তাতেই গোপন ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে। একাধিক জরিপের পর এই আবিষ্কার হয়।
স্ফোরজা দুর্গ ইতালির মিলানে অবস্থিত একটি মধ্যযুগীয় দুর্গ। এটি ১৫ শতকে মিলানের ডিউক ফ্রান্সেস্কো স্ফোরজা ১৪ শতকের দুর্গের ধ্বংসাবশেষের উপর নির্মাণ করেন। পরবর্তীতে সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে ১৬ ও ১৭ শতকে এটি ইউরোপের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি ছিল। ১৪৯৪ সালে লুডোভিকো স্ফোরজা মিলানের অধিপতি হন এবং দুর্গটি সাজানোর জন্য অসংখ্য শিল্পীকে আহ্বান জানান। এদের মধ্যে ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ১৪৯৫ সালে মিলানের রাজা দুর্গের অভ্যন্তরের দেয়াল এবং ছাদ অলঙ্করণের দায়িত্ব লিওনার্দোকে দিয়েছিলেন। ওই সময়েই তিনি প্রতিরক্ষামূলক দুর্গের স্কেচ আঁকেন যা স্ফোরজা দুর্গের সাথে আকর্ষণীয় সাদৃশ্য বহন করে।
মিলানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ইতিহাসবিদ ফ্রান্সেসকা বায়োলো সিএনএনকে বলেন, "লিওনার্দো দা ভিঞ্চি তার সময়ের সামরিক কাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত জ্ঞানী ছিলেন"।
উৎস
[edit | edit source]- সম্পাদনা করেছেন:অভিনব সিং। "লিওনার্দো দা ভিঞ্চির আঁকা রহস্যময় সুড়ঙ্গগুলি শতাব্দীর পর আবিষ্কৃত হয়েছে" — NDTV, ২ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৫ মার্চ ২০২৫। (ইংরাজি)
- সংবাদ সংস্থা। "দা ভিঞ্চির ছবির সুড়ঙ্গের খোঁজ" — আনন্দবাজার পত্রিকা অনলাইন, ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৫ মার্চ ২০২৫