Wn/bn/মিরাজ-সাদমানের সেঞ্চুরিতে বড় লিড বাংলাদেশের
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
![]() | |||||
| |||||
সম্পর্কিত শিরোনামগুলো | |||||
---|---|---|---|---|---|
| |||||
অংশগ্রহণ | |||||
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে স্বস্তিতে বাংলাদেশ দল। সাদমান ও মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৪ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ২১৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টে জয় পাওয়ায় দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক ক্রেগ আরভিন। তবে বাংলাদেশের বোলারদের কার্যকরী বোলিংয়ের ফলে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হয়ে যায়। তাইজুল ইসলাম ছয়টি, নাঈম হাসান দুটি ও তানজিম হাসান সাকিব একটি উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে বিজয়-সাদমানের ওপেনিং জুটিতে ১১৮ রান তোলে বাংলাদেশ। সাদমান তুলে নেন সেঞ্চুরি। এছাড়া এনামুল ৩৯, মমিনুল ৩৩ ও মুশফিক ৪০ রান করেন। তবে মিডল ব্যাটিং অর্ডারে পরপর দ্রুত কিছু উইকেট পড়লে ৪০০ অতিক্রম করা নিয়ে সংশয় সৃষ্টি হয়। এ সময় দলের হাল ধরেন মেহেদী মিরাজ। তাইজুলকে সাথে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন। তাইজুল চলে যাওয়ার পর উইকেটে আসেন তানজিম হাসান সাকিব। দুজনে মিলে ৯৬ রানের মহামূল্যবান পার্টনারশিপ গড়েন। ৪১ রান করে তানজিম সাকিব আউট হলে অষ্টম উইকেট জুটি ভেঙ্গে যায়। তবে তখনও ক্রিজে ছিলেন মিরাজ।
তানজিম সাকিব আউট হবার কিছুক্ষণ পরই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। তবে এর পর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০৪ রান তুলে আউট হন মিরাজ। এর মাধ্যমেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
উৎস
- "Bangladesh vs Zimbabwe, 2nd Test at Chattogram, BAN vs ZIM, Apr 28 2025 - Live Scorecard" — ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ: ৩০ এপ্রিল ২০২৫। (ইংরেজি)
- "Bangladesh Vs Zimbabwe Live Score, 2nd Test Day 3: Follow Scorecard And Match Action From Chattogram" — NEWS 18। সংগ্রহের তারিখ: ৩০ এপ্রিল ২০২৫। (ইংরেজি)