Jump to content

Wn/bn/মালদ্বীপে হানকেদে সেতু উদ্বোধন করলো আদ্দু সিটি কাউন্সিল

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > মালদ্বীপে হানকেদে সেতু উদ্বোধন করলো আদ্দু সিটি কাউন্সিল

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শনিবার মধ্যরাতে মালদ্বীপের আদ্দু সিটি কাউন্সিল হানকেদে সেতুটি জনসাধারণের জন্য খুলে দিয়েছে। নির্মাণকার্য শেষ হওয়ার পরও কিছু বিলম্বের পর অবশেষে এটি চালু করা হলো। ১.৪ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মারাধু ও গাউকেদিকে সংযুক্ত করেছে।

হানকেদে সেতুটি ২০২৪ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আদ্দু সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথমে সরকার জুলাই মাসে সেতুটি খুলে দেওয়ার ঘোষণা দিলেও পরে তা সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আদ্দু সিটির মেয়র আলী নিজার ফেসবুকে একটি পোস্টে মালদ্বীপের নির্মাণ, গৃহায়ন ও অবকাঠামো মন্ত্রণালয়কে দ্রুত সেতুটি চালু করার আহ্বান জানান। অবশেষে ১ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

২০২১ সালের অক্টোবরে আফকনস ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিকে সেতু নির্মাণের চুক্তি দেওয়া হয়, যা ভারতের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় সম্পন্ন হয় এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে নির্মাণ শেষ হয়।

এই প্রকল্পটি বিতর্কের মুখে পড়ে। মেন্দুরু টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো মন্ত্রণালয় সেতুর নির্মাণকাজের জন্য নির্ধারিত বালু জব্দ করেছিল, যা আদ্দু সিটির মেয়র আলী নিজার "অসভ্য" ও "অবৈধ" বলে সমালোচনা করেন।



উৎস

[edit | edit source]