Jump to content

Wn/bn/ভারতজুড়ে আগাম তাপপ্রবাহ, এপ্রিল-জুনে আরও তীব্র গরমের পূর্বাভাস

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > ভারতজুড়ে আগাম তাপপ্রবাহ, এপ্রিল-জুনে আরও তীব্র গরমের পূর্বাভাস

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

২০২২ সালের ভারত ও পাকিস্তান জুড়ে তীব্র তাপপ্রবাহের একটি মানচিত্র
পরিবেশ
পরিবেশ
এই চিত্রটি পরিবর্তনশীল — রিফ্রেশ করুন!
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ
ভূমিকা    সংবাদকক্ষ    নিবন্ধ সৃষ্টিকরণ

ভারতে এবছর স্বাভাবিকের চেয়ে আগেভাগেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের অনেক রাজ্যে অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছে। ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ (আইএমডি) জানিয়েছে, এপ্রিল থেকে জুন মাসে উত্তর, মধ্য ও পূর্ব ভারতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে আইএমডি-এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওডিশার মতো রাজ্যগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে।

বাংলা এবিপি লাইভের একটি প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরেই তাপমাত্রা ক্রমশ বাড়ছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চের শেষ সপ্তাহ থেকে গরম ক্রমাগত বাড়ছে, আর বাতাস থাকলেও আদ্রতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। দক্ষিণ ও পূর্ব ভারতের কিছু রাজ্যে তুলনামূলকভাবে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে, তবে গরম সহ্যসীমার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।

ভারত অতীতে প্রাণঘাতী তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। ২০২৪ সালে ২৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০.৫°C, যা ছিল রাজস্থানের চুরু শহরে। ওই বছর ১ মার্চ থেকে ২০ জুনের মধ্যে সরকারি হিসেবে ১৪৩ জনের মৃত্যু ঘটে তাপপ্রবাহের কারণে, যদিও স্বাধীন গবেষকরা বলছেন, প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। "হিট ওয়াচ ২০২৪" রিপোর্ট অনুযায়ী, মার্চ থেকে জুনের মধ্যে ১৭টি রাজ্যে ৭৩৩ জনের মৃত্যু হয়েছিল তাপজনিত অসুস্থতায়।

তীব্র গরম শুধু স্বাস্থ্যের উপরই প্রভাব ফেলে না, কৃষি ও জল সংক্রান্ত সমস্যাও সৃষ্টি করে। এবছর দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে।



উৎস