Jump to content

Wn/bn/বিশিষ্ট মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ মৃত্যুবরণ করেছেন

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বিশিষ্ট মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ মৃত্যুবরণ করেছেন

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ডেভিড লিঞ্চ

পরাবাস্তববাদী সিনেমা বানিয়ে খ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লস এঞ্জেলেসে দাবানলের কারণে তাঁর মেয়ের বাসায় থাকা অবস্থায় গত বুধবার (১৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা। তিনি দীর্ঘদিন ধরে ধূমপানের কারণে ফুসফুসের রোগে ভুগছিলেন।

ডেভিড লিঞ্চ ১৯৭৭ সালে ‘ইরেজারহেড’ নামের পরাবাস্তববাদী চলচ্চিত্র নির্মাণ করে নজর কাড়তে সমর্থ হন। তিনি ১৯৮০ সালে ‘দি এলিফ্যান্ট ম্যান’, ১৯৮৬ সালে ‘ব্লু ভেলভেট’ এবং ২০০১ সালে ‘মুলহল্যান্ড ড্রাইভ’ চলচ্চিত্রের জন্য অস্কারে তিনবার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোনয়ন লাভ করেছেন। ১৯৯০ সালে তাঁর পরিচালিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ চলচ্চিত্র কান উৎসবে পাম দর অর্জন করে। একই বছর প্রচারিত টিভি সিরিজ ‘টুইন পিকস’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার কারণে ডেভিড লিঞ্চ ২০১৯ সালে সম্মানসূচক অস্কার লাভ করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেক কলাকুশলী। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’ অভিনেতা কাইল ম্যাকলাক্ল্যান জানিয়েছেন, ‘আমি আমার পুরো ক্যারিয়ার, এবং সত্যি বলতে আমার জীবনের জন্যেও তার ভিশনের কাছে ঋণী।’ দ্য গার্ডিয়ানের সমালোচক পিটার ব্র্যাডশ তাঁকে ‘মহান মার্কিন পরাবাস্তববাদী’ বলে সম্মান জানিয়েছেন।



উৎস

[edit | edit source]