Wn/bn/বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

চিত্র কৃতিত্ব: Nurunnaby Chowdhury (Hasive)।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। ৮১ বছর বয়সে রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই খ্যাতিমান অভিনেতা। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীর মিত্রের অভিনয়জীবন শুরু হয় ১৯৭০-এর দশকে। সহজ-সরল এবং মানবিক চরিত্রের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তিতাস একটি নদীর নাম, বেঈমান এবং লাঠিয়াল। পারিবারিক এবং সামাজিক গল্পে তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকের মনে অমলিন।
তার অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৮২ সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রবীর মিত্রের কাজ বাংলা চলচ্চিত্রের গৌরবময় অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে।
তার মৃত্যুতে সহশিল্পী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ অভিনেতা এবং প্রখ্যাত নির্মাতারা বলেছেন, “প্রবীর মিত্র ছিলেন আমাদের চলচ্চিত্রের বাতিঘর। তাঁর মৃত্যুতে আমরা একজন মহান শিল্পীকে হারালাম।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ঢাকার বনানী কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে তার সহশিল্পী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা শেষ শ্রদ্ধা জানাবেন।
উৎস
[edit | edit source]- "অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন" — কালের কন্ঠ, ০৫ জানুয়ারি ২০২৫
- "যে কারণে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র" — আরটিভি, ০৫ জানুয়ারি ২০২৫