Jump to content

Wn/bn/বাংলাদেশ: ঈদকে কেন্দ্র করে সরব বিনোদন জগৎ

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বাংলাদেশ: ঈদকে কেন্দ্র করে সরব বিনোদন জগৎ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিনেমা ও নাটক নির্মাতারা প্রতিবারই দর্শকদের জন্য নিয়ে আসেন নতুন চমক। এবারের ঈদও তার ব্যতিক্রম নয়। প্রেক্ষাগৃহ থেকে শুরু করে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম—সব জায়গায়ই থাকছে নতুন সিনেমা, নাটক ও বিশেষ অনুষ্ঠানমালা।

সিনেমা

[edit | edit source]

বাংলাদেশের সিনেমাপ্রেমীদের কাছে ঈদের সময়টা বরাবরই খুব আনন্দের ও উত্তেজনার। রমজানের দিন যত গড়াতে থাকে, এই উত্তেজনা ততই বাড়তে থাকে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর পোস্টার, টিজার, ট্রেলার ও গান নিয়ে দর্শকদের আলোচনাও বেশ জমে ওঠে। এর ফলে সারা বছর ঝিমিয়ে থাকা সিনেমার বাজার প্রতি বছর দুই ঈদকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে ওঠে।

এ বছরে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’ চলচ্চিত্রটি। এছাড়াও ঈদুল ফিতরের মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে ‘জংলি’, ‘দাগী’, ‘জ্বিন ৩’ ও ‘চক্কর ৩২০’।

সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, “এবারের ঈদে প্রায় ২০০ সিনেমা হলে তিন-চারটি সিনেমা মুক্তি পাবে। আমাদের দাবি থাকবে যেন সব সিনেমা একবারে মুক্তি না দেওয়া হয়। ঈদের পাশাপাশি ঈদের পরেও সিনেমা মুক্তি দেওয়া হোক। আমাদের সংগঠন এখন এ বিষয়টি নিয়ে আলোচনা করছে।”

বরবাদ

[edit | edit source]

‘বরবাদ’-এর টিজার প্রকাশ করে শাকিব খান দেশ-বিদেশে বেশ আলোড়ন তৈরি করেছেন। টিজারে শাকিবের মাঝে দর্শকরা বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার আঁচ পেয়েছেন।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত প্রমুখ।

গত সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। তবে সিনেমার কিছু দৃশ্য নিয়ে বোর্ড থেকে আপত্তি তোলা হলে বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে সিনেমার কিছু দৃশ্য বাদ দেওয়া হয়। এরপরে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ’। এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়। ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তার মানে সবার জন্য সিনেমাটি উন্মুক্ত।

জংলি

[edit | edit source]

মুক্তির তালিকায় থাকা আরেকটি চলচ্চিত্র হলো এম রাহিম পরিচালিত ‘জংলি’। গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তি পাবে। পরে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘আগন্তুক’ মুক্তি পেলেও সিনেমার ভিড় দেখে সরে যায় ‘জংলি’। যে কারণে গত বছর থেকে সিনেমাটি প্রচারে রয়েছে।

সিনেমাটি এবার ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে। ইতিমধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে বিনাকর্তনে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ, এটি সব বয়সি দর্শকদের জন্য উপযুক্ত।

এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি। সিনেমাটির পোস্টারে সিয়ামের মারমুখী চেহারা এরই মধ্যে কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে। প্রিন্স মাহমুদের সুরে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও প্রকাশিত হয়েছে।

জ্বিন ৩

[edit | edit source]

জাজ মাল্টিমিডিয়া নিয়ে আসছে ভৌতিক চলচ্চিত্র ‘জ্বিন ৩’। তাদের দাবি, চলচ্চিত্রটির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ‘জ্বিন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সার্টিফিকেশন বোর্ড থেকে এটিও ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে সাদা বস্তায় বন্দি একটি শিশুকে দেখা যায় যার চোখ সাদা এবং জ্বলজ্বলে। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মাঝে আগুনের হালকা আভা।

পোস্টারে উল্লেখ করা হয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আবদুন নূর সজলসহ আরও অনেকে।

দাগি

[edit | edit source]

আফরান নিশো ২০২৩ সালের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকেই সাফল্য পেয়েছিলেন। এরপর প্রায় দুই বছর সিনেমায় দেখা যায়নি নিশোকে। এবারের ঈদে তিনি ফিরছেন শিহাব শাহীন পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, সাথে আছেন সুনেরাহ বিনতে কামালও।

ইতিমধ্যে সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেয়েছে সিনেমাটি। ভাগ্য ও পরিণতি নিয়ে প্রশ্ন তুলবে সিনেমাটি, ‘দাগি’ প্রসঙ্গে এমনটাই বলেছেন নির্মাতা।

চক্কর ৩২০

[edit | edit source]

অনেক আগেই ‘চক্কর ৩০২’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এটি মুক্তির জন্য ছাড়পত্রও পেয়েছে বছরখানেক আগেই। তিনি অপেক্ষা করছেন তাঁর সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য। এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে।

এতে মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

টিভি ধারাবাহিক

[edit | edit source]

ঈদের দিন থেকে চ্যানেল আই-এ প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিশন মুন্সীগঞ্জ’। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকটির পরিচালনা করেছেন আফজাল হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন অভিনয়ে আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ভাবনা প্রমুখ।

এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’। নাটকটির গল্প রচনা করেছেন কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে আছেন তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।

‘এক্সকিউজ মি প্লিজ’ প্রচারিত হবে আরটিভিতে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। অভিনয়ে আছেন চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।

বাংলাভিশনে প্রচারিত হবে দুটি ধারাবাহিক নাটক ‘টিম আফ্রিকা’ ও ‘চার কুতুব’। ‘টিম আফ্রিকা’ নাটকের রচনা ও পরিচালনায় ছিলেন মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ। ‘চার কুতুব’ রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে চাষী আলম, মুসাফির বাচ্চু, পাভেল, শামীমা নাজনীন।

মাছরাঙা চ্যানেলেও প্রচারিত হবে দুটি ধারাবাহিক নাটক— ‘বিয়ের জ্বালা’ ও ‘মধুমালা’। প্রথমটির রচনা ও পরিচালনায় ছিলেন শহীদ উন নবী এবং অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন প্রমুখ। দ্বিতীয়টি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।

বৈশাখী টিভিতে প্রচারিত হবে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। হাসান জাহাঙ্গীর ‘ব্ল্যাক মানি’ নাটকে অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। এছাড়াও রয়েছে ফরিদুল হাসান পরিচালিত ‘মানি লোকের মান’, এতে অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ। আরও প্রচারিত হবে মাহমুদ হাসান রানা পরিচালিত ‘শাশুড়ির বিয়ে’। ‘শাশুড়ির বিয়ে’ নাটকের অভিনয়ে আছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। আল হাজেন পরিচালিত ও রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু অভিনীত ‘লন্ডনি জামাই’ প্রচারিত হবে বৈশাখীতে। তালিকায় আরও আছে রুহুল আমিন শিশির পরিচালিত ‘ট্রাক ড্রাইভার’। এই নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্ম

[edit | edit source]

ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্মগুলো বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে জায়গা দখল করে নিচ্ছে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে আসায় ওটিটিতেই ঝুঁকছে সবাই। তাই, প্রতিবছরের মতো এবারও ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ওয়েব ধারাবাহিক এবং ওয়েব ফিল্ম।

এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে জয়া আহসান অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব ধারাবাহিক। এ ধারাবাহিক দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব ধারাবাহিকের প্রথম মৌসুম। এবারের ঈদে মুক্তি পাবে ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম। সিরিজটিতে অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম মুক্তি পাবে এবারের ঈদে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।


উৎস

[edit | edit source]