Jump to content

Wn/bn/বাংলাদেশের মডেল মেঘনা আলমকে কারাগারে প্রেরণ

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বাংলাদেশের মডেল মেঘনা আলমকে কারাগারে প্রেরণ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার তালেবুর রহমান। তবে, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এক আদালত কর্মকর্তা আদেশের উদ্ধৃতি দিয়ে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় মেঘনা আলমকে এমন কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশ্যে এই আদেশ জারি করা হয়েছে, যা জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলার পরিপন্থি হতে পারে। একই সঙ্গে, ওই আইনের ৩(১) ধারার ক্ষমতাবলে অনুমোদিত কর্তৃপক্ষ মেঘনা আলমকে ৩০ দিনের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার নির্দেশ দেন, যা আদেশ স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হয়। পরে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

বুধবার সন্ধ্যায় তার গ্রেপ্তারের ঘটনা ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করেছেন ঐ মডেল। সেখানে তিনি অভিযোগ করেন, দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করা হয়েছে। এরপর লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিট ধরে লাইভটি চলে। এর পরে সেটিকে ডিলিটও করে দেওয়া হয়।

তাকে আটকের বিষয়ে ভাটারা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, মেঘনা আলমকে আটকের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার বসুন্ধরায় তার বাসায় যান। প্রথমে তিনি দরজা খুলতে চাননি। পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।

উল্লেখযোগ্য যে, ডিটেনশন আইনের আওতায় সরকার প্রয়োজনে কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্ধারিত সময়ের জন্য আটক রাখতে পারে। সাধারণত এ ধরনের আইন জননিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষার প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়।

মেঘনা আলম একজন মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে পরিচিত। তিনি ২০২০ সালের ৫ অক্টোবর 'মিস আর্থ বাংলাদেশ' প্রতিযোগিতায় বিজয়ী হন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরি ও তা বিক্রির মাধ্যমে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।



উৎস

[edit | edit source]