Wn/bn/বাংলাদেশের কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল এনসিপি
Appearance
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

৪ মার্চ, মঙ্গলবার ঢাকার সাভারের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। সকাল ৮টায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ বলে স্লোগান দেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হলে নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন। আমরা চাই, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক।’
কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা ঢাকার রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন।
উৎস
[edit | edit source]- সাভার (ঢাকা) প্রতিনিধি। "সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা" — রাইজিংবিডি.কম, ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৪ মার্চ ২০২৫
- সিভয়েস২৪ ডেস্ক। "জাতীয় স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো এনসিপি" — সিভয়েস২৪, ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৪ মার্চ ২০২৫