Wn/bn/বাংলাদেশের আকাশে দেখা গেছে চাঁদ, ঈদ উদযাপিত হবে সোমবার
রবিবার, ৩০ মার্চ ২০২৫

বাংলাদেশের আকাশে আজ ৩০ মার্চ, রবিবার, ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৩১ মার্চ, সোমবার, সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠক শেষে তিনি জানান, দেশের ১৪টি জেলা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে গতকাল ২৯ মার্চ শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ৩০ মার্চ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
পবিত্র রমজানের শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখে ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পর ঈদ-উল-ফিতর উদযাপন করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
সম্পাদকীয় বার্তা:
- বাংলা উইকিসংবাদ সম্প্রদায় সকল পাঠক, সম্পাদক, অবদানকারী ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ মোবারক!
- "চাঁদ দেখা গেছে, কাল ঈদ" — প্রথম আলো, ৩০ মার্চ, ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ মার্চ, ২০২৫
- আরটিভি নিউজ। "চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ" — আরটিভি, ৩০ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ মার্চ ২০২৫
- বাংলা ট্রিবিউন রিপোর্ট। "চাঁদ দেখা গেছে, কাল ঈদ" — বাংলা ট্রিবিউন, ৩০ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ মার্চ ২০২৫
- "চাঁদ দেখা গেছে, সোমবার সারাদেশে ঈদ" — চ্যানেল আই অনলাইন, ৩০ মার্চ, ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ মার্চ, ২০২৫