Wn/bn/পাঠ্যপুস্তকের গ্রাফিতিকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ, গ্রেফতার ২
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
এই বছরের নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে একটি গ্রাফিতিতে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্ত ও অপসারণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশের ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে গত ১২ জানুয়ারি ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারে কয়েকজন এনসিটিবি ভবনের সামনে এসে গ্রাফিতিটি নিয়ে বিক্ষোভ করলে এটি পিডিএফ সংস্করণ থেকে সরিয়ে ফেলা হয়। এই সিদ্ধান্ত বিরোধিতা করে পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনরায় ফেরত আনার দাবিতে বুধবার এনসিটিবির সামনে বিক্ষোভ সমাবেশ করতে যায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামে একটি দল। অন্যদিকে, স্টুডেন্ট ফর সভারেন্টির সদস্যরা পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সাথে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করতে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈসানু মারমা এই বিষয়ে বলেছেন, 'স্টুডেন্ট ফর সভারেন্টি নামে সেটেলারদের সংগঠনের সদস্যরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশেরও দায়িত্বে অবহেলা ছিল। তারা স্টাম্প নিয়ে আমাদের হামলা করে, পুলিশ কিছু করেনি।'
এদিকে স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, ‘আদিবাসী শব্দের বিরোধিতা করলে রেসিজম হয় না। আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের অন্তত ১৪ জনকে আহত করেছে।’
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। সরকার এই হামলা তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যেই এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
উৎস
[edit | edit source]- ইউএনবি। "পাঠ্যবইয়ের গ্রাফিতিকে কেন্দ্র করে এনসিটিবি কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে হামলা, আহত অনেকে" — ভয়েস অফ আমেরিকা বাংলা, ১৬ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৫
- টিবিএস রিপোর্ট। "'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র হামলার অভিযোগ" — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ১৫ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৫
- জান্নাতুল তানভী। "পাঠ্যবইয়ে 'আদিবাসী' গ্রাফিতি নিয়ে ঠিক কী ঘটেছিল এনসিটিবির সামনে?" — বিবিসি বাংলা, ১৬ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৫