Jump to content

Wn/bn/তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত রোববার রাত সাড়ে ৩টায় ঢাকার উত্তরায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, সানী রাতে বুকে ব্যথা অনুভব করলেও তা গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে গুরুত্ব দেননি। ব্যথা না কমায় উনার ছোট ভাই জোর করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে ভর্তি করার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে।

মাত্র ৩০ বছর বয়সী সানী উত্তরায় বসবাস করতেন, তবে উনার বাড়ি লক্ষ্মীপুরে। উনার মরদেহ সকালেই লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে উনাকে দাফন করা হবে বলে নির্মাতা রিংকু নিশ্চিত করেছেন। সানীর অকালপ্রয়াণে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন।

২০১৮ সালে 'আব্দুল্লাহ' নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখা সানী কাজ করেছেন 'চরের মাস্টার', 'বিফলে মূল্য ফেরত', 'ট্রাভেল শো', 'মহব্বত', 'মন দরিয়া', 'মজনু ভাই', 'রুম সার্ভিস', ও 'দালাল হইতে সাবধান' সহ একাধিক নাটকে। উনার শেষ নাটক ছিল 'জামাইয়ের মাথা গরম'।



উৎস

[edit | edit source]