Wn/bn/জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠক সম্পন্ন
শনিবার, ১৫ মার্চ ২০২৫


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ ২০২৫) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার যান। সেখানে সন্ধ্যায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের আগে গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গে কথা বলেন। শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পরে তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন এবং যুব সমাজ ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
উৎস
[edit | edit source]
- "প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব" — প্রথম আলো, ১৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ মার্চ ২০২৫
- "এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব" — প্রথম আলো, ১৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ মার্চ ২০২৫
- "বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ" — প্রথম আলো, ১৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ মার্চ ২০২৫
- "বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি" — প্রথম আলো, ১৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ১৫ মার্চ ২০২৫