Wn/bn/চলমান সংঘাতের ফলে গাজায় পোলিও টিকাদান বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
![]() | |
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সহায়তায় পরিচালিত পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর ফলে, প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই রোগটি আবার ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই টিকাদান কর্মসূচির লক্ষ্য ছিল ৬ লক্ষেরও বেশি শিশু।
মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় হামলার চালিয়েছে। আর স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে সতর্ক করে বলেছেন, সব ধরনের সরবরাহে ইসরায়েলের অবরোধের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ট্যাংক, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ ব্যবহার করে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তারা আরও বলেন, এসব হামলায় বাড়িঘর, শরণার্থী শিবির এবং সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েল মার্চ মাসের শুরু থেকেই গাজায় কোনো ধরনের পণ্য প্রবেশ করতে দিচ্ছে না। গত মাসের ১৮ তারিখে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর তারা আবার সামরিক অভিযান শুরু হয়।
সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে আলোচনার জন্য যাওয়ার কথা রয়েছে।
ইজিপ্ট ইনিডিপেন্ডেন্টকে দুইটি সূত্র জানিয়েছে, আলোচনায় একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেখানে সব বন্দিমুক্তির পর ৫ থেকে ৭ বছরের একটি যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে এবং লড়াই বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি হামাস যুদ্ধ শেষের শর্তে সব বন্দি মুক্তির একটি প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে এবং এখনো নতুন করে দেওয়া দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাবের কোনো জবাব দেয়নি। ইসরায়েলের দাবি, হামাসকে নিরস্ত্র হতে হবে—যা হামাস প্রত্যাখ্যান করেছে।
পরে হামাসের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা কায়রো সফরের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানে না। সেই সূত্র আরও জানায়, হামাস এখনো তার পূর্বের অবস্থানে অটল রয়েছে। হামাসের দাবি, কোনো চুক্তি করলে তা যুদ্ধ বন্ধ করার চুক্তি হতে হবে।
উৎস
- "Israel’s assault on Gaza halts polio vaccination campaigns" — ইজিপ্ট ইনিডিপেন্ডেন্ট, ২৩ এপ্রিল ২০২৫। (ইংরেজি)
- "Israel steps up Gaza strikes; polio vaccination halted by blockade" — রয়টার্স, ২২ এপ্রিল ২০২৫। (ইংরেজি)