Jump to content

Wn/bn/ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যু ৮৮ বছর বয়সে

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যু ৮৮ বছর বয়সে

সোমবার, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস সোমবার, ২১ এপ্রিল, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এবং চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পর তিনি বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

পোপের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন কার্ডিনাল কেভিন ফারেল, যিনি পোপের ক্যামেরলেনগো (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)। তিনি জানান, সোমবার সন্ধ্যা ৮টায় পোপের মরদেহ কফিনে রেখে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভ্যাটিকান জানিয়েছে, বুধবার, ২৩ এপ্রিলের মধ্যে সেন্ট পিটার্স বাসিলিকায় মরদেহ নিয়ে যাওয়া হতে পারে, যাতে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারে। ফারেল ও আরও তিনজন কার্ডিনালের সমন্বয়ে গঠিত একটি দল শোকাচরণের সময়সূচি ও শেষকৃত্যের দিন নির্ধারণ করবে।

পোপের মৃত্যু নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সাধারণত মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে গোপন ভোটের মাধ্যমে (যাকে কনক্লেভ বলা হয়) নতুন পোপ নির্বাচন করা হয়। বিশ্বব্যাপী ২৫২ জন কার্ডিনালের মধ্যে ৮০ বছরের কম বয়সী ১৩৫ জন ভোট দিতে পারবেন। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত চার্চের দৈনন্দিন কার্যক্রম সীমিত ক্ষমতায় পরিচালনা করবেন কার্ডিনালরা।


উৎস

[edit | edit source]