Wn/bn/কাশ্মীর হামলার পর ইউটিউবে প্রকাশিত গানে সাম্প্রদায়িক বিভাজনমূলক বার্তার অভিযোগ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই "Kavi Singh official" নামক একটি ইউটিউব চ্যানেল থেকে একটি নতুন গান প্রকাশিত হয়। গানটির কিছু চরণে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজনের ইঙ্গিত রয়েছে। কিছু অংশে প্রশ্ন তোলা হয়েছে:
- "তোমাকে থাকতে দিয়ে আমরা ভুল করেছি,
- তোমার নিজের দেশ আছে, তাহলে কেন তুমি চলে গেলে না?"
গানটিতে "পেহলে ধর্ম পুছা" (প্রথমে ধর্ম জিজ্ঞাসা করেছিল) শিরোনামে ভারতের মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করা হয়েছে। গানটি প্রকাশের এক সপ্তাহের মধ্যেই এটি ১,৪০,০০০ বারের বেশি দেখা হয়েছে।
কাশ্মীরের পহেলগাম শহরে পর্যটকদের ওপর সাম্প্রতিক এই হামলাকে গত ১৫ বছরে অন্যতম গুরুতর হামলা হিসেবে দেখা হচ্ছে। নয়াদিল্লি এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এ ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে একাধিক গানে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে উসকানিমূলক ভাষা ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা দেশে মুসলিম-বিরোধী প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, এই গানগুলো "হিন্দুত্ববাদী পপ" ধারার মধ্যে পড়ে—যেখানে সুর ও তালের সাথে রাজনৈতিক বার্তা যুক্ত থাকে। এসব গানে কখনও ভারতীয় মুসলমানদের "বিশ্বাসঘাতক" বলা হচ্ছে, আবার কখনও তাদের বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দেওয়া হচ্ছে। আল জাজিরার একই প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তাদের সমর্থকদের আদর্শ হিসেবে হিন্দুত্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
উৎস
[edit | edit source]- কুণাল পূুরোহিত। "‘Traitors’: Hate-filled songs target Indian Muslims after Kashmir attack" — আল জাজিরা, ২৯ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ এপ্রিল ২০২৫। (ইংরেজি)
- "India: Hate-Filled Songs Targeting Muslims" — শাফাকনা, ২৯ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ: ৩০ এপ্রিল ২০২৫। (ইংরেজি)