Jump to content

Wn/bn/করোনার সংক্রমণ আরো বৃদ্ধি, শুক্র-শনি বার আসছে ২৫ লক্ষ টিকার চালান

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > করোনার সংক্রমণ আরো বৃদ্ধি, শুক্র-শনি বার আসছে ২৫ লক্ষ টিকার চালান

বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

সারাদেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে কঠোর অবরুদ্ধকরণ শুরু হয়েছে। তিন শতাধিক ব্যক্তিকে অপ্রয়োজনে বাইরে যাওয়ার কারণে জরিমানা করা হয়েছে। এ অবস্থায় শুক্রবার রাতে মডার্নার ১২ লক্ষ এবং শনিবার সকালে ১৩ লক্ষ টিকার চালান আসছে।


উৎস[edit | edit source]