Jump to content

Wn/bn/উইকিসংবাদ:সংগ্রহশালা নিয়মাবলী

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > উইকিসংবাদ:সংগ্রহশালা নিয়মাবলী

নিবন্ধের মান
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিবিষয়বস্তু নির্দেশিকারচনাশৈলী নির্দেশিকানিবন্ধ নিরীক্ষানিবন্ধ সৃষ্টিকরণউৎস সংযোগসংবাদযোগ্যতামৌলিক প্রতিবেদন
প্রশাসনিক নীতি
অপসারণ নীতিমালাদ্রুত অপসারণ নীতিমালাবিশেষাধিকার মেয়াদ নীতিপাতা সুরক্ষা নীতিব্যবহারকারী নাম নীতিমালাবৈশ্বিক অনুমতিব্যবহারকারী বাধাদান নীতিমালাবট
সর্বজনীন
তিনটি প্রত্যাবর্তন নিয়মসংগ্রহশালা নিয়মাবলীঝাঁঝালো শব্দ এড়িয়ে চলুনকপিরাইটস্বার্থের সংঘাতসৌজন্যমূলক ব্যবহারসংঘাত নিরসনচিত্র ব্যবহার নীতিমালাশিষ্টাচার
অধিকার
প্রশাসকনিরীক্ষক

উইকিসংবাদে সংগ্রহশালা সংক্রান্ত নীতিমালা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ উইকিসংবাদ একটি বিশ্বকোষ নয়। এখানে প্রকাশিত প্রতিবেদনগুলো সেই নির্দিষ্ট সময়কে প্রতিনিধিত্ব করে, যখন সেগুলো লেখা ও প্রকাশিত হয়েছিল, এবং সেগুলো প্রকাশের পর যেসব ঘটনা ঘটে বা নতুন যেসব তথ্য প্রকাশ পায়, সেগুলোর অন্তর্ভুক্তি প্রতিবেদনে করা হয় না।

এই কারণে, উইকিসংবাদের প্রতিবেদনগুলোকে সময়ের সাক্ষী বা এক ধরনের "টাইম ক্যাপসুল" হিসেবে বিবেচনা করা হয়। কোনো প্রতিবেদন প্রকাশের পরে সেটিতে বড় ধরনের পরিবর্তন করলে সেটি সেই সময়ের ইতিহাসকে পরিবর্তন করার মতো হয়ে দাঁড়ায়। তাই একটি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে প্রতিবেদনগুলো সম্পাদনার জন্য বন্ধ (সুরক্ষিত) করে দেওয়া হয়।

সাধারণ নীতিমালা

[edit | edit source]

প্রতিবেদন আর্কাইভ করার সময়সীমা

[edit | edit source]

প্রতিটি প্রতিবেদন সাধারণত প্রকাশের ৭ থেকে ১০ দিনের মধ্যে আর্কাইভ করার জন্য বিবেচনা করা হয়। প্রকাশের ২৪ ঘণ্টা পর প্রতিবেদনটিতে আর কোনো বড় সম্পাদনা না করাই বাঞ্ছনীয়। তবে বিশেষ ক্ষেত্রে মতবিরোধ দেখা দিলে প্রশাসকরা আগেভাগেই প্রতিবেদনটি সুরক্ষিত করতে পারেন।

যখন নতুন প্রতিবেদন প্রকাশের হার কম থাকে, তখন আর্কাইভ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে—যতক্ষণ না পর্যাপ্ত নতুন প্রতিবেদন যোগ হয়।

আলোচনার পাতা সুরক্ষিত হয় না

[edit | edit source]

প্রতিবেদনটিকে সুরক্ষিত করার পরেও সংশ্লিষ্ট আলোচনা পাতা সাধারণত সুরক্ষিত করা হয় না। যদি কোনো সম্পাদনার প্রস্তাব থাকে, তাহলে তা আলোচনা পাতায় উপস্থাপন করুন। প্রয়োজনে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের জন্য {{editprotected}} টেমপ্লেট ব্যবহার করুন।

স্ব-প্রকাশিত প্রতিবেদন

[edit | edit source]

যেসকল প্রতিবেদন স্ব-প্রকাশিত হয়েছে বা অনিরীক্ষিত প্রকাশিত হয়েছে, সেগুলোকে সাধারনত আর্কাইভ করা হয় না। কেবল পূর্ণ প্রকাশিত প্রতিবেদনগুলোকেই আর্কাইভ করুন।

সংরক্ষণের পর সম্পাদনা

[edit | edit source]

প্রতিবেদন একবার সুরক্ষিত হয়ে গেলে তাতে আর কোনো তথ্যবিষয়ক (মূল তথ্য, উৎস ইত্যাদি) পরিবর্তন করা উচিত নয়। তবে ছোটখাটো বানান ভুল, বিরামচিহ্ন, বা সাধারণ সম্পাদনা—যেগুলো প্রতিবেদনটির মূল তথ্য পরিবর্তন করে না—বিশেষ বিবেচনায় সংশোধন করা যেতে পারে। ব্যাকরণ সংশোধনের মতো কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে, তাই এমন ক্ষেত্রে আগে আলোচনা পাতায় ঐকমত্যে পৌঁছানো জরুরি।

আর্কাইভ করার ধাপসমূহ

[edit | edit source]
  • কোন প্রতিবেদনগুলো আর্কাইভের উপযোগী হয়েছে তা নির্ধারণ করুন। এগুলো সাধারণত নিচের "সংগ্রহশালার জন্য প্রস্তুত" তালিকায় পাওয়া যাবে। সাধারণভাবে পুরনো প্রতিবেদনগুলো আগে আর্কাইভ করা হয়।
  • প্রতিবেদনটি একবার ভালোভাবে দেখে নিন। নিশ্চিত করুন যে: কোনো রক্ষণাবেক্ষণ টেমপ্লেট যুক্ত নেই, উৎসগুলো যথাযথভাবে যুক্ত হয়েছে, ছোটখাটো অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে।
  • এবার, পাতার একেবারে নিচে (কিন্তু বিষয়শ্রেণীর উপরে) {{সংগ্রহশালা}} টেমপ্লেট যুক্ত করুন।
  • সর্বশেষে, যদি আপনি প্রশাসক হন, তাহলে পাতাটি অনির্দিষ্টকালের জন্য সম্পাদনা থেকে সুরক্ষিত করুন। তবে সংশ্লিষ্ট আলোচনা পাতা সুরক্ষিত করবেন না

সংগ্রহশালার জন্য প্রস্তুত প্রতিবেদন সমূহ

[edit | edit source]

উইকিসংবাদে এখনও সংগ্রহশালার প্রক্রিয়াটি চালু নয়। চালু হলে এখানে একটি তালিকা তৈরী করা হবে।