Jump to content

Wn/bn/উইকিসংবাদ:বার্তাপত্র

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > উইকিসংবাদ:বার্তাপত্র

এই বার্তাপত্রটি (নিউজ লেটার) একটি পরীক্ষামূলক প্রকল্প, যা বাংলা উইকিসংবাদ (ইনকিউবেটর) সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে। এখানে গত মাসের গুরুত্বপূর্ণ ঘটনা, বড় পরিবর্তন, সবচেয়ে সক্রিয় অবদানকারী এবং অন্যান্য তথ্য তুলে ধরা হয়। এটির মূল উদ্দেশ্য হল উইকিসংবাদ জুড়ে কি চলছে সেই সম্পর্কে সম্প্রদায়কে অবগত রাখা রাখা এবং সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করা ও উনাদের অনুপ্রাণিত করা।

আপনিও এই মাসের জন্য বার্তাপত্র লিখতে অবদান রাখতে পারেন। এটি পরের মাসে প্রকাশিত হবে।

বর্তমান বার্তাপত্র (এপ্রিল)

[edit | edit source]

সম্পাদনা করুন

"এপ্রিল ২০২৫" এর জন্য বর্তমানে কোনো বার্তাপত্র তৈরির কাজ শুরু হয়নি। আপনি চাইলে উপরে "সম্পাদনা করুন" এ ক্লিক করে এই মাসের জন্য একটি বার্তাপত্র তৈরী করতে পারেন।

পূর্ববর্তী বার্তাপত্র সমূহ

[edit | edit source]