Wn/bn/ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত, আহত শতাধিক
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

২৬ এপ্রিল, শনিবার, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস শহরের কাছে শাহিদ রাজাই বন্দরে এক বড় বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং ৭০০ এর বেশি মানুষ আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দরের রাসায়নিক ও সালফার সংরক্ষণ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আশপাশের ভবনের জানালা ও ছাদ উড়ে যায় এবং বহু গাড়ি ধ্বংস হয়।
স্থানীয় গভর্নর মোহাম্মদ আশৌরি তাজিয়ানি জানিয়েছেন, আহতদের বন্দর আব্বাসের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে এবং শনিবার বিকেলের মধ্যে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণের কারণে বন্দরের সামুদ্রিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কিছু শ্রমিক এখনও ধসে পড়া ছাদের নিচে আটকা পড়ে আছেন এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেখিয়েছে, বিস্ফোরণের পর বন্দরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
উৎস
[edit | edit source]- Leila Gharagozlou, Tim Lister এবং Eyad Kourdi। "Five killed, more than 700 people injured after massive explosion in Iranian port" — সিএনএন, ২৬ এপ্রিল, ২০২৫। সংগ্রহের তারিখ: ২৬ এপ্রিল, ২০২৫। (ইংরেজি)
- Frances Mao। "Hundreds injured and deaths reported in massive blast at key Iran port" — বিবিসি, ২৬ এপ্রিল, ২০২৫। সংগ্রহের তারিখ: ২৬ এপ্রিল, ২০২৫। (ইংরেজি)