Wn/bn/আল কায়েদার অফিসিয়াল টুইটার একাউন্ট বন্ধ

From Wikimedia Incubator
< Wn‎ | bn
Wn > bn > আল কায়েদার অফিসিয়াল টুইটার একাউন্ট বন্ধ

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৩

১লা অক্টোবর ২০১৩ সালের টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠ্যি আল কায়েদার অফিসিয়াল টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে টুইটারের পক্ষ থেকে কিছু না বলা হলেও তাদের নীতিমালায় রয়েছে কোন একাউন্ট ভিন্নধরনের মতবাদ প্রচার করে সন্ত্রাসী বা অপরাধমূলক কাজ করলে সেই একাউন্ট টুইটার কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে।

@shomokhalislam নামের একাউন্টটি আল কায়েদার সুমুখ আল-কায়েদা কর্তৃক পরিচালিত হতো বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস। উল্লেখ্য, একাউন্ট চালু করার এক সপ্তাহ পরই তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ করার পূর্ব পর্যন্ত একাউন্টটির অনুসারীর সংখ্যা ছিল, ১,৫০০।


উৎস[edit | edit source]