Wn/bn/আরজি কর ধর্ষণ-হত্যা মামলা: মৃত্যুদণ্ডের দাবিতে রাজ্য ও সিবিআইয়ের আপিল
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

![]() এই চিত্রটি পরিবর্তনশীল — রিফ্রেশ করুন! | |
সম্পর্কিত শিরোনামগুলো | |
---|---|
| |
অংশগ্রহণ | |
কলকাতা হাইকোর্ট আগামী সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সঞ্জয় রায়ের শাস্তি বাড়ানোর দাবিতে রাজ্য সরকার ও সিবিআইয়ের দায়ের করা আপিলের শুনানি করবে। পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআই উভয়ই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়েছে। এর আগে শিয়ালদহ আদালত ২০ জানুয়ারি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।
সিবিআই শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৫-এ কলকাতা হাইকোর্টে তাদের আপিল দায়ের করে। সিবিআই-এর ডেপুটি সলিসিটার জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা হিসেবে সিবিআইর এই শাস্তিকে চ্যালেঞ্জ করার অধিকার রয়েছে। তিনি দাবি করেন, সঞ্জয় রায় কর্তৃক কর্তব্যরত ধর্ষণ ও হত্যার ঘটনা "এতটাই নৃশংস যে তার জন্য মৃত্যুদণ্ডই যথার্থ শাস্তি"। একইসঙ্গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, "আমরা সবাই মৃত্যুদণ্ড চেয়েছিলাম, কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।"
বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শব্বার রশিদি সমন্বিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই ও রাজ্য সরকারের পৃথক আপিল শুনবে। শুনানির সময় দোষীর আইনজীবী আদালতে অভিযোগ করেন, তিনি তার মক্কেলের সঙ্গে দেখা করতে পারেননি, যা নিয়ে বিচারপতি বসাক কঠোর আপত্তি জানান। আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।
সহপ্রকল্প নিবন্ধ
[edit | edit source]- ২০২৪ আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যাকাণ্ড - বাংলা উইকিপিডিয়া।
উৎস
[edit | edit source]- শিব সহায় সিং। "Bengal government can’t appeal against trial court order in R.G. Kar case: CBI" — দ্যা হিন্দু, ২২ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৫। (ইংরেজি)
- অস্মিতা পান্ত। "CBI appeals for death penalty for the RG Kar Hospital rape-murder convict" — সিএনবিসি টিভি১৮, ২৪ জানুয়ারি, ২০২৫। সংগ্রহের তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৫। (ইংরেজি)