Jump to content

Wn/bn/অভ্র কীবোর্ডের নির্মাতাদের সম্মিলিতভাবে একুশে পদক প্রদান

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > অভ্র কীবোর্ডের নির্মাতাদের সম্মিলিতভাবে একুশে পদক প্রদান

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

একুশে পদক
চিত্র কৃতিত্ব: Faizul Latif Chowdhury।

বাংলাদেশ সরকার অভ্র কীবোর্ডের উন্নয়নে অবদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে মেহেদী হাসান খান এবং উনার তিন সহযোগী, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, এবং শাবাব মুস্তাফাকে সম্মিলিতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার, ৯ ফেব্রুয়ারি, সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা করেন।

ফারুকী জানান, মেহেদী হাসান খানের সাথে আগেও একুশে পদকের জন্য যোগাযোগ করা হলেও তিনি পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। "আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই।," ফারুকী লিখেছেন। তবে, মেহেদী হাসান খান একা এই স্বীকৃতি নিতে চাননি এবং জোর দিয়েছেন যে উনার তিন বন্ধু, যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারাও যেন স্বীকৃতি পান। এর ফলে, সরকার এই চারজনকেই সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তানবিন ইসলাম সিয়াম
চিত্র কৃতিত্ব: Potasiyam।
২০২২ সালে শাবাব মুস্তাফা
চিত্র কৃতিত্ব: Jason Krüger।

অভ্র কীবোর্ড, যা ২৬ মার্চ ২০০৩ সালে চালু হয়, বাংলায় কম্পিউটিংকে সহজ ও আরও সুগম করে তোলে। এটি উইন্ডোজ ভিত্তিক ইউনিকোড বাংলা টাইপিংকে সহজতর করেছে এবং বাংলা ভাষাভাষীদের বিভিন্ন প্ল্যাটফর্মে টাইপ করার সুযোগ প্রদান করেছে।

অভ্রর পাশাপাশি, এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুজন উইকিমিডিয়া বাংলাদেশের সঙ্গেও যুক্ত রয়েছেন। ৩৮ বছর বয়সী শাবাব মুস্তাফা ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৮-১৯ এবং ২০২২-২৩ সালে এই দায়িত্বে ছিলেন। অন্যদিকে, ৩৪ বছর বয়সী তানবিন ইসলাম সিয়াম ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য হিসেবে কাজ করছেন।

ফারুকী আনন্দ প্রকাশ করে বলেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র'র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"

একুশে পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর একটি, যা শিল্প, সাহিত্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।




সহ প্রকল্প নিবন্ধ

[edit | edit source]

উৎস

[edit | edit source]