Wn/bn/অবসর নিলেন তামিম ইকবাল খান
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। গত ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল খান।
তামিম লিখেছেন, "আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।"
একই পোস্টে তিনি অবসর নেবার কারণ ব্যাখ্যা করেছেন এবং জাতীয় দলে আর না ফেরার ফলে তার ভক্ত-সমর্থকদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। বিপিএলে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে অবস্থান করছে তামিমের দল।
উৎস
[edit | edit source] ![]() |
এই নিবন্ধটি উইকিসংবাদ সম্পাদকদের দ্বারা তৈরী একটি মৌলিক প্রতিবেদন, যা প্রত্যক্ষ সাংবাদিকতা, সাক্ষাৎকার বা প্রাথমিক গবেষণা অন্তর্ভুক্ত করতে পারে।
এই প্রতিবেদন সংক্রান্ত টীকাসমূহ এই নিবন্ধের আলাপ পাতায় অথবা যদি এটি অনূদিত হয়, তবে উৎস নিবন্ধের আলাপ পাতায় পাওয়া উচিত। মৌলিক নিবন্ধগুলির বৈশিষ্ট্য উইকিসংবাদের সাধারণ বিশ্লেষণ নিবন্ধ থেকে পৃথক। |
![]() |
এই নিবন্ধটি উইকিসংবাদ সম্পাদকদের দ্বারা তৈরী একটি মৌলিক প্রতিবেদন, যা প্রত্যক্ষ সাংবাদিকতা, সাক্ষাৎকার বা প্রাথমিক গবেষণা অন্তর্ভুক্ত করতে পারে।
এই প্রতিবেদন সংক্রান্ত টীকাসমূহ এই নিবন্ধের আলাপ পাতায় অথবা যদি এটি অনূদিত হয়, তবে উৎস নিবন্ধের আলাপ পাতায় পাওয়া উচিত। মৌলিক নিবন্ধগুলির বৈশিষ্ট্য উইকিসংবাদের সাধারণ বিশ্লেষণ নিবন্ধ থেকে পৃথক। |
- তামিম ইকবাল খান। "ফেসবুক পোস্ট" — ফেসবুক, ১০ জানুয়ারি ২০২৫