Jump to content

Wn/bn/অবসর নিলেন তামিম ইকবাল খান

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > অবসর নিলেন তামিম ইকবাল খান

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

তামিম ইকবাল খান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। গত ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল খান।

তামিম লিখেছেন, "আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।"

একই পোস্টে তিনি অবসর নেবার কারণ ব্যাখ্যা করেছেন এবং জাতীয় দলে আর না ফেরার ফলে তার ভক্ত-সমর্থকদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। বিপিএলে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে অবস্থান করছে তামিমের দল।



উৎস

[edit | edit source]