User talk:Janobin

From Wikimedia Incubator

Welcome to Wikimedia Incubator!

At the right there are some important links, and here are some tips and info:

If you have any questions, feel free to ask them on Incubator:Community Portal.

-- Welcoming Bot 06:56, 10 December 2015 (UTC)[reply]

Jubair Ahmad Nobin[edit source]

আমার আমি...

File:Janobin.jpg
jubair ahmad nobin

১৯৮৫ সালের ১মার্চ রাজধানী ঢাকায় যাত্রাবাড়ীর নানাবাড়িতে জন্মগ্রহণ করেছি। পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গাওদিয়া গ্রামে। বাবা এম এ জাহের ঝিলন ও নাজমা জাহেরের চার সন্তানের মধ্যে আমি বড়।

২০০১ সালে পুরান ঢাকার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি, ২০০৩ সালে রাজধানীর নাজিমুদ্দীন রোডে অবস্থিত শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি, ২০০৮ সালে রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের মার্কেটিং বিভাগ থেকে অনার্স এবং শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের মার্কেটিং বিভাগ থেকে ২০০৯ সালে মাস্টার্স সম্পন্ন করেছি। এরপর ২০১০ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করি।

এরআগে ২০০৩ সালে পশ্চিমবঙ্গের বাকুড়া থেকে প্রকাশিত 'ইস্পাত বলয়' পত্রিকার বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে পেশাগত সাংবাদিকতা শুরু করি। কাজের ধারাবাহিকতায় ২০০৬ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় সহ-সম্পাদক, ২০০৯ সালের শেষের দিকে ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে সহ-সম্পাদক, ২০১০ সালে দৈনিক যায়যায়দিনে সহ-সম্পাদক ও ২০১২ সালের এপ্রিলে দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে যোগ দেই। এরপর দীর্ঘ সাত বছরে এখানে তিনবার প্রমোশন পেয়ে প্রথমে সহকারী বার্তা সম্পাদক, তারপর যুগ্ম বার্তা সম্পাদক, তারপর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক পদে কাজ করেছি।

এরপর ২০১৯ সালের মার্চের ১ তারিখ বাংলাদেশ জার্নাল পত্রিকায় যুগ্ম-বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক) পদে যোগ দেই।

সাংবাদিকতার পাশাপাশি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের একবার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং পর পর দুইবার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি।

আমার ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল। ২০০৪ সালের একুশে বইমেলায় 'চোখের জলে লেখা' নামে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আর ২০১৫ সালের একুশে গ্রন্থমেলায় 'প্রাচীর ভাঙার নেশা' নামে একটি ও ২০১৭ সালের একুশে গ্রন্থমেলায় ‌‌'পাগলী ভালোবাসি তোকে' নামে একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

সংস্কৃতি চর্চার প্রতি শৈশব থেকেই দুর্বলতা ছিল। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'দৃপ্তকণ্ঠ' নামে আবৃত্তি সংগঠনে সম্পৃক্ত হই। পরবর্তী সময়ে ওই সংগঠনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করি। এছাড়া পুরান ঢাকার চকবাজারে মিট এ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি নামে একটি মানবাধিকার বাস্তবায়ন সংগঠনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছি।

আমার পছন্দের রং আকাশী এবং ফুল বেলী, হাসনাহেনা ও গন্ধরাজ। অর্থাৎ সকল সাদা ফুল ভালে লাগে, বিশেষ করে যে ফুল রাতে ফোটে। খেতে ভালবাসি বাঙালিয়ানায় তৈরি সব খাবার। অবসর সময়ে এই কবিতা লিখতে, গান শুনতে, চলচ্চিত্র দেখতে ও নিজেকে সময় দিতে পছন্দ করিJubair Ahmad Nobin

My Facebook Page