User talk:Greatder

From Wikimedia Incubator

Welcome to Wikimedia Incubator!

At the right there are some important links, and here are some tips and info:

  • If you haven't created a user page yet, please create one with for example Babel templates on it.
  • You can select your interface language in your preferences.
  • If you make articles, templates or categories, don't forget to add a prefix!
  • If your knowledge of English is good, you can help with translating pages to other languages you know, so more people can understand them!
  • If you want to translate the interface, please go to Translatewiki.net and follow their instructions.
If you have any questions, feel free to ask them on Incubator:Community Portal.

-- Welcoming Bot 15:33, 5 March 2021 (UTC)[reply]

উইকিউক্তিয়ান হোন![edit source]

Template:Wq/bn/multiple image

আমাদের উইকিমিডিয়া প্রকল্পগুলো বাংলায় এখনো ততটা জমে উঠেনি। উইকিবইয়ে তিন থেকে চারজন সক্রিয় সদস্য পাওয়া যেতে পারে। উইকিভ্রমণ এখনো গোছানো হয়ে উঠেনি। এরই মধ্যে উইকিউক্তির কার্যক্রম ঝামেলার মনে হতে পারে। কিন্তু আসলে উইকিউক্তির প্রয়োজনীয়তা যেভাবে রয়েছে, তদ্রুপ এর কার্যক্রমও অনেকটাই সহজ।

তেমন সাজানো গোছানোর বিষয় নেই। কোনো বিশেষ ভুল-চুকের জন্য আলাদা ঝামেলা নেই। কেবল উক্তিগুলো (তা-ও এক বিষয়ে হাজার দিক দেখা আবশ্যক নয়) যুক্ত করা ও সম্পাদনা করা। আর প্রশাসনিক দিক থেকে কপিরাইট এবং উক্তিযোগ্যতার বিষয়টি পর্যালোচনা করা।

উইকিউক্তি বাংলার জন্য আবেদন করা হয় ২০০৭ সালের ৭ ডিসেম্বর। মঞ্জুর করা হয় ২০০৭ সালের ১৯শে ডিসেম্বর। এরপর মিডিয়াউইকির বার্তা অনুবাদ না করায় আবেদন গ্রহণ করা হয়নি। ইনকিউবেটরে আসার পর ২০১১ সালের থেকেই প্রকল্পটি পরিচর্যা ব্যতীত পড়ে আছে।

ইনকিউবেটরে কখনো কাজ করেননি?

নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। অথবা এখানেও দেখতে পারেন। যেকোন সমস্যায় আলোচনাসভায় বার্তা রাখুন।

সামান্য অবদান রাখুন!
  • নিয়মিত উইকিউক্তিয়ান হলে আপনি প্রতিদিন কমপক্ষে একটি ভুক্তি বা উক্তি যুক্ত করুন। মাসে কমপক্ষে ১০০টি সম্পাদনা আপনার মাথায় থাকা কাম্য। এরচেয়ে বেশি হলে আরো উত্তম।
  • নিয়মিত উইকিউক্তিয়ান হওয়া সম্ভব না হলে মাসে কমপক্ষে ২০টি সম্পাদনা করবেন।
  • কোনো ব্যক্তিত্ব, স্থান বা আবহ সম্পর্কে উইকিপিডিয়া পাতা অনুবাদ বা সম্পাদনা করছেন? সেসম্পর্কে উক্তিগুলো ইংরেজি উইকিউক্তি থেকে ইনকিউবেটরে থাকা বাংলা উইকিউক্তিতে অনুবাদ করুন।

যেকোনো সমস্যায় আমাকে বার্তা দিন অথবা ইমেইল করুন

-- খাত্তাব হাসান (talk) 10:24, 19 January 2022 (UTC)[reply]

উইকিউক্তিতে আরো কয়েকটি অবদান রাখুন![edit source]

সুপ্রিয় উইকিউক্তিয়ান! আপনার রাখা অবদানের ছোট ছোট ইটের বদলে উইকিউক্তির নির্মাণ শুরু হচ্ছে। উইকি প্রকল্পটিকে বাস্তবে আনতে ভাষা কমিটির যেসব শর্ত; তার একটি হচ্ছে কিছু উইকিউক্তিয়ানের ইনকিউবেটরে কমপক্ষে দশটি অবদান রাখা। আপনি ইতোমধ্যে উইকিউক্তিতে কিছু অবদান রেখেছেন। প্রতিমাসে আপনার কমপক্ষে দশটি অবদান উইকিউক্তি সম্প্রদায় কামনা করবে। আশা করছি, উইকিউক্তিতে আপনার সময়গুলো ভালো কাটবে। -- খাত্তাব হাসান (talk) 02:02, 26 January 2022 (UTC)[reply]

ছোট ভুক্তি[edit source]

সুধী, আমি দেখলাম আপনি শুধু এক লাইনে একটা উক্তি দিয়ে ভুক্তি তৈরি করছেন। এতে উইকিউক্তির খুব একটা লাভ হবে না। কারণ, আমাদের সংখ্যার সাথে সাথে মানও দরকার। ভুক্তির আকার ছোট হলে প্রকল্পটির অনুমোদন দুরূহ হয়ে যাবে। তাই ইতোমধ্যে যেগুলো তৈরি করেছেন, সেগুলোর মানোন্নয়নের অনুরোধ করছি – ইয়াহিয়া (talk) 11:08, 28 January 2022 (UTC)[reply]

@Yahya: প্রথম আলো ও উইকিপিডিয়ায় যে যে উক্তি দেখেছি সেই অনুযায়ী বানিয়েছি। এছাড়া প্রধান পাতার লাল সংযোগের জন্য ক্ষুদ্র ভুক্তি বানাচ্ছিলাম। যদি অনুল্লেখযোগ্য হয় তাহলে অপসারণ করতে পারেন।Greatder (talk) 12:01, 28 January 2022 (UTC)[reply]
ইংরেজি উক্তি থেকে অনুবাদ করতে পারেন। গুগল করলেও প্রচুর পাবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রকল্পটাকে ইনকিউবেটর থেকে বের করা। অন্য কাজ গৌন। অনুমোদন পেতে ভুক্তিগুলোর আকার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের বড় হতে হবে। – ইয়াহিয়া (talk) 12:09, 28 January 2022 (UTC)[reply]
তাহলে বড় করার চেষ্টাই করবো, ধন্যবাদ। Greatder (talk) 12:12, 28 January 2022 (UTC)[reply]

উইকিউক্তি ইনকিউবেটর মাসিক পরিসংখ্যান ও আবেদন[edit source]

প্রিয় উইকিউক্তিয়ান!

আপনার গত মাসে রাখা অবদানের ফলে উইকিউক্তি ইনকিউবেটর বাংলার সক্রিয় মাস ছিল। উইকিউক্তি ইনকিউবেটরের পূর্ণ পরিসংখ্যান এখানে পাবেন।
আশা করছি, গতমাসের ন্যায় এই মাসেও আপনার অবদান ধারাবাহিকতা বজায় রাখবে।
ধন্যবাদ!

জানুয়ারি, ২০২২-এর সংক্ষিপ্ত পরিসংখ্যান

মোট অবদান: ৯১০টি
নতুন পাতা তৈরি: ১৪৯টি
মোট সম্পাদক: ১৫জন
সক্রিয় সম্পাদক: ১১জন
শতাধিক অবদান: Salil Kumar Mukherjee, খাত্তাব হাসানTahmid

--খাত্তাব হাসান (talk) 15:20, 2 February 2022 (UTC)[reply]

এই মাসেও উইকিউক্তির জন্য অবদান রাখুন![edit source]

প্রিয় ভাই, উইকিউক্তি বাংলায় আপনি পূর্বের মাসগুলোতেও অবদান রেখেছিলেন। এইমাসেও আপনার সামান্য সক্রিয়তা হলেও কামনা করছি। ~ Khattab e. t. c... 00:40, 31 May 2022 (UTC)[reply]