Jump to content

Talk:Wn/bn/আরজি কর ধর্ষণ-হত্যা মামলা: মৃত্যুদণ্ডের দাবিতে রাজ্য ও সিবিআইয়ের আপিল

Add topic
From Wikimedia Incubator

[সংস্করণ সংখ্যা: ৬৫৩৮০১৪] এর নিরীক্ষণ - ফলাফল: সফল

[edit source]


ব্যবহারকারী Sbb1413 (talk)-এর দ্বারা মন্তব্য

[edit source]


সেই আগস্ট মাসের আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ড যে এখনো গণমাধ্যমে ছড়িয়ে আছে তা দেখে আমি বুঝতে পারছি ঘটনাটা কতখানি বেদনাদায়ক। এই ঘটনা থেকে আমার বোধোদয় হয়েছে যে পশ্চিমবঙ্গ তথা ভারত তথা দক্ষিণ এশিয়া এখনো নারীদের পক্ষে সুরক্ষিত নয়। নারী অধিকারের পক্ষে যতই আন্দোলন হোক না কেন, শুধু পশ্চিমা রাষ্ট্রগুলো এই আন্দোলনগুলোতে আলোড়িত হচ্ছে, ভারতে যতটুকু প্রভাব দেখছি তা কেবল লোক দেখানো। বাস্তবে নারীরা কতটা অসুরক্ষিত তা এই ঘটনা থেকেই প্রকাশিত হয়েছে। -- Sbb1413 (talk) 15:16, 31 January 2025 (UTC)Reply

যদিও আমার মন চায় যে সঞ্জয় রায়ের মতো অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত, আমাদের এটাও মনে রাখতে হবে যে অপরাধীদের সংশোধিত করে জীবনের আরেকটা সুযোগ দেওয়া উচিত, সে অপরাধ যত বড়ই হোক না কেন, কারণ অপরাধীরাও আমাদের মতো মানুষ। সঞ্জয় রায়ের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডই উপযুক্ত, এর বেশি আমি চাই না, আর আশা করছি এই সময়কালের মধ্যে তিনি নিজেকে সংশোধিত করে জীবনের মূলস্রোতে নিমজ্জিত করতে পারবেন। আমি ধর্ষিতার জন্য দুঃখপ্রকাশ করছি, কিন্তু সঞ্জয় রায়ের সমবয়সী যুবকরা যাতে এরকম ঘটনা না ঘটায় এটা অবশ্যই দেখা উচিত, নাহলে আরও নির্ভয়া, তিলোত্তমা, অভয়া আসবে আর নারীসমাজকে ওষ্ঠাগত করে দেবে। Sbb1413 (talk) 15:25, 31 January 2025 (UTC)Reply